জুড়ীতে বাড়ির পাশে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশুর চাচাতো ভাই শাওন আহমদ ২২ সেপ্টেম্বর সকালে জানান, নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী লকুছ মিয়ার মেয়ে জারা ফেরদৌসী (৩) বাড়ীর লোকজনের অগোচরে ঘরের বাহিরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়ির সবাই খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশে ভাসমান পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। বাদ আছর তার দাফন সম্পন্ন হয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com