দ্রোহ-ক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধ’ এই স্লোগান নিয়ে নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন করা হয়। সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও সচেতন মহলের ব্যানারে সোমবার রাত সাড়ে ৭টায় জুড়ী কেন্দ্রিয় শহীদ মিনারে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় সাংস্কৃতিককর্মী মৃদুল ঘোষ এর সভাপতিত্বে ও জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, কোয়াব সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মৌলভীবাজারের বিশিষ্ট ফুটবলার ঝন্টু দাস, জুড়ী ফুটবল একাডেমির সভাপতি সুলতান আহমদ রাজু।
এছাড়া সাংস্কৃতিককর্মী অরুপ দাস, খোকন দে, মাজহার আলম সম্রাট, মনজিৎ কুমার বাপন, আকাশ বিশ্বাস, রনজিৎ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com