আপডেট

x


জুড়ীতে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক ব্যবস্থাপক অমূল্য দাসের মৃত্যু

বুধবার, ২৯ জুলাই ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ | 198 বার

জুড়ীতে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক ব্যবস্থাপক অমূল্য দাসের মৃত্যু
অমূল্য দাস

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জনতা ব্যাংক, জায়ফরনগর শাখার ব্যবস্থাপক অমূল্য দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল ২৮ জুলাই মঙ্গলবার সকালে সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন থেকে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি এক সপ্তাহ পূর্বে করোনার নমুনা দিয়েছিলেন। সোমবার তার ফলাফল পজিটিভ আসে।



উপজেলা শহরের উত্তর ভবানীপুরের বাসিন্দা, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমূল্য দাস-এর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই ও ৪ বোন রেখে যান।

জীবদ্দশায় তিনি জুড়ী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জুড়ী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় সার্বজনিন শ্বশান ঘাটে বিধিমালা অনুযায়ী সংশিষ্ট্রদের উপস্থিতিতে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।#

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com