দেশদিগন্ত নিউজ ডেস্কঃ তৃনমূল পর্যায়ে দেশীয় খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৬ বছরের বালকদের নিয়ে “কাবাডি প্রতিযোগিতা” চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শিলুয়া উচ্চ বিদ্যালয়, হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয় কাবাডি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় এর মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাবাডি দল ৩৩-২৮ পয়েন্টের ব্যবধ্যানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। বিশেষ অতিথি ছিলেন জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারিসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com