জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি
- আপডেটের সময় : ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ৮৩৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও দোয়া করবেন। এছাড়া পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ ও পরে বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশগ্রহণ করবে নেতাকর্মীরা।
এছাড়া সংগঠনের উদ্যোগে দেশব্যাপী দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
পাশাপাশি সংগঠনের উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটগুলোর অধীনে সব ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬ টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ, স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।