জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে–আহমেদ আলী মুকিব
- আপডেটের সময় : ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৫৪৯ টাইম ভিউ
জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে–আহমেদ আলী মুকিব
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দেশে বিদেশে বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদিআরব বিএনপির উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ,সভাপতির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন ‘ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়। কিন্ত জিয়াউর রহমানের নাম এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গাঁথা। তার আদর্শ অনুসরণ করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশে বিদেশে বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতে হবে।’
, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারকে হটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। দেশের সঙ্কট মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে তিনি বারবার দেশকে সঙ্কট থেকে মুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। শহীদ জিয়ার শান্তি ও উন্নয়নের রাজনীতি মানুষকে উজ্জ্বীবিত করেছিল
সভা শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমেরিকা মিশিনগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমত সহসভাপতি আব্দুল মান্নান ,এরশাদ আহমদ, মঈন চৌধুরী, মোহাম্মদ আলী প্রমুখ।সভা পরিচালনা করেন মুস্তাক আহমেদ।