ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • / ৮৬২ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।আজ শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির জাহিদুর রহমান।বৃহস্পতিবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথ পাঠ করান।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিএনপির এই নেতা দলীয় প্রতীক ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করেন। ভোট শেষে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী যিনি রংপুর বিভাগের মধ্যে জয়ী হতে পেরেছেন।১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করে আসছেন। অনেকেই মনে করেন দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণেই জয়ী হয়েছেন তিনি।একাদশ সংসদ নির্বাচনে জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো: ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এছাড়া মহাজোটের প্রার্থী মো: ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।

পোস্ট শেয়ার করুন

জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেটের সময় : ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।আজ শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির জাহিদুর রহমান।বৃহস্পতিবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথ পাঠ করান।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিএনপির এই নেতা দলীয় প্রতীক ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করেন। ভোট শেষে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী যিনি রংপুর বিভাগের মধ্যে জয়ী হতে পেরেছেন।১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করে আসছেন। অনেকেই মনে করেন দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণেই জয়ী হয়েছেন তিনি।একাদশ সংসদ নির্বাচনে জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো: ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এছাড়া মহাজোটের প্রার্থী মো: ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।