দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম পুনর্মিলনী জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি গৌরব,ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের প্রতিভা নিয়ে ৪০ বছরে পদার্পণ করছে। ১৯৮০ সালের ব্যাচ থেকে ২০১৮ সালের ব্যাচ পর্যন্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মেগা পুনর্মিলনীতে অংশ নেয়।
দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের দুই বিখ্যাত শিল্পী গান পরিবেশন করে। ১ম দিন মঞ্চ মাতান এই সময়ের জনপ্রিয় শিল্পী আদনান আসিফ এবং ২য় দিন মঞ্চ মাতান বিখ্যাত ব্যান্ড শিল্পী হাসান (অার্ক)।
প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয় স্কুল ক্যাম্পাস। পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক মোঃ রাব্বী কামাল চৌধুরী টিপু ও সদস্য সচিব আব্দুল্লাহ ফয়সাল পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com