আপডেট

x


জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম মাক্কু স্মরনে আলোচনা

শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ২:১২ অপরাহ্ণ | 1000 বার

জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম মাক্কু স্মরনে আলোচনা

ছয়ফুল আলম সাইফুল : জাতীয় তরুন সংঘের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কুলাউড়া পৌরসভার প্রাক্তন জাতীয় তরন সংঘের উপদেষ্টা কমিশনার মরহুম মাহবুব আলম মাক্কু স্মরনে বি.এইচ প্রাইমারী স্কুলে আগামী শুক্রবার আজ ২০/১২/২০২০ইং বিকেল ৩ (তিন) ঘটিকায় জাতীয় তরুন সংঘের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয় ।ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টানে উনার স্হৃতিচারন করে সবাই বলেন জাতীয় তরুন সংঘ প্রতিষ্ঠার পর থেকে কুলাউড়ায় কিশোর ও তরুনদের কে একই বন্ধনে আবদ্ধ করে রাখতে মরহুম মাহবুব আলমের প্রচেষ্টা ছিলো উল্লেখযোগ্য ।সমাজ বদলের চিন্তায় কাজ করতেন.সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করতেন, তারই একটি প্রমান রেখে গেছেন জাতীয় তরুন সংঘ প্রতিষ্টাকালীন সভাপতি হয়ে কুলাউড়া শহরের বড় ছোট, কিশোর তরুনদের নিয়ে গঠিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমেই শিক্ষা দিয়ে গেছেন ঐক্যবদ্ধ ভ্রাতৃত্বের বন্ধ শক্তিশালীভাবে আঁকড়ে ধরে রাখতে হবে ।
একটি শক্তিশালী সমাজ ব্যাবস্থা গড়ার প্রয়োজনেই হয়েছিলেন পৌর কমিশনার,বিশেষ করে স্হানীয়ভাবে সামাজিক দ্বায়ভার কে কখনও অবহেলা করেন নি ।উনাকে পাওয়া ছিলো একটি বিশাল পাওয়া ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com