“জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে বড়লেখায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী
- আপডেটের সময় : ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ৪৭৫ টাইম ভিউ
“জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে বড়লেখায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী
নিউজ ডেক্সঃ বাংলাদেশ সরকারের মৎস অদিধপ্তর ঘোষিত “জাতীয় মৎস সপ্তাহ ” উপলক্ষে বড়লেখা উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আসসুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে আজ (৩০ আগস্ট) বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকিতে নৌ-ভ্রমণের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা তায়্যিবুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ মাহদী হাসান, হাফেজ খলিলুর রহমান শাহিন সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া সংগঠনের এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আবেগ প্রবণ প্রশংসা করে আগামী দিনের সকল কর্মসূচিতে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যে তিনি এ জাতিয় কর্মসূচি পালনের জন্য সকল স্থরের সংগঠন ও সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।