জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা ও রংপুর জেলা ইউনিট আলোচনা সভা
- আপডেটের সময় : ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ৪১৮ টাইম ভিউ
গত ২৭ অক্টোবর দ্বিপ্রহরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা জেলা ইউনিট, বিকেলে রংপুর জেলা ইউনিট,২৮ অক্টোবর সকালে নীলফামারী জেলা ইউনিট, বিকালে পঞ্চগড় জেলা ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক,রংপুর বিভাগীয় অঞ্চলের সমন্বয়ক এড.আবেদ রাজা। সভাপতিত্ব করেন গাইবান্ধায় ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় সদস্য এড.এ.এইচ.এম আঃ ওয়াহাব সজীব, রংপুরে কেন্দ্রীয় সদস্য মোঃ আফতাব উদ্দিন, নীলফামারীতে এ.এস.এম আতাউর রহমান বিটুল।২৯ অক্টোবর দ্বিপ্রহর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে কেন্দ্রীয় সদস্য এড.গোলাম রসুল বকুলের সভাপতিত্বে ফোরামের জেলা ইউনিটের বিভিন্ন অভিযোগের শুনানীতে অংশগ্ৰহণ করেন।এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মোঃ জিল্লুর রহমান,সংগঠক এড.আঃ সালাম খান, এড.আনিসুর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।সম্মেলনে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।