আপডেট

x


জাকির হোসেন উজ্জ্বল যুবদলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সহ-সভাপতি মনোনীত

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৪০ অপরাহ্ণ | 51 বার

জাকির হোসেন উজ্জ্বল যুবদলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সহ-সভাপতি মনোনীত

দীর্ঘ ৬ বছর পর জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার ২২ ফেব্রুয়ারি বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ ৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো বিএনপির এই অঙ্গ সংগঠন।



এ কমিটিতে সহ-সভাপতি (সিলেট বিভাগ) হিসেবে স্থান পেয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও  জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটির অনুমোদন করা হলো।

এর আগে ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এরপর চলতি বছরের ১৭ মে টুকু ও মুন্নার নেতৃত্বে যুবদলের নতুন কমিটি গঠন করা হয়।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com