ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে

জাঁকজমকপূর্ণ ভাবে বণাঢ্য আয়োজনে ১৫তম বিজয়া পূর্নমিলনী ও বিজয় দিবস উৎসব

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • / ৬৭৭ টাইম ভিউ

কুয়েত থেকে : গতকাল শুক্রবার হাওয়াল্লী স্কাউট ভবন অডিটরিয়ামে সন্ধ্যা ৫:৩০ ১৫ তম বিজয়া পরিষদের পূর্নমিলন ও ৪৯ তম বিজয় দিবস উৎসব ২০১৯ এর অনুষ্ঠান শুরু হয় ।
সংগটনের সভাপতি মোহিত রন্জন দাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপস্হাপনায় পূর্নমিলনী পরিচয় পর্ব শেষ করে সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাজ শর্মা ও আদ্রিজা বেপারীর প্রানবন্ত উপস্হাপনায় সংগীত পরিবেশন মন্চ মাতিয়ে রাখেন স্হানীয় বাংলাদেশী শিল্পীবৃন্দরা পর্যায়ক্রমে – রত্না শর্মা ,সাথী পাইক,ভবি বৌমিক, রমা দাসগুপ্তা,মনিকা দাস,নুপুর বিশ্বাস,দীপর্না গুপ্তা ,শর্মিষ্টা বড়ুয়া ,অমপি চক্রবর্তী ,মলিনা সরকার ,উর্মি বড়ুয়া , রক্তিম বিশ্বাস, তুর্য্য পাইক, রোহিত দাস গুপ্ত ,শ্রুতি রায়, সাজ শর্মা, সঙ্গীত পরিচালনায় সোমা ভৌমিক বেপারী , নৃত্য পরিচালনায় রমা দাশ গুপ্তা ও তনিমা দাশ গুপ্তা ।
গাঁন ও নৃত্য দিয়ে আনন্দঘন অনুষ্টানে কুয়েতে বিভিন্ন রাজনৈতিক -সামাজিক , সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মিদের উপস্হিতিতে উৎসবমূখর পরিবেশে
সাধারন সম্পাদকের বক্তব্য তপন কুমার পাইক বলেন আমরা আমাদের গর্বের ও অহংকারের মাস ডিসেম্বর পার করছি । ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা । যে সকল কীর্তিমানের আত্মত্যাগে এ বিজয় সম্ভব হয়েছে তাদের স্হৃতিতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
বিজয়ের মাসে ১৫তম বিজয়া পূর্নমিলনী অনুষ্ঠান বিজয়া উদযাপন পরিষদ কুয়েত আয়োজন করতে পেরেছি বলে নিজেদের গর্বিত মনে করছি ।
২০০৫ সালে বিজয়া উদযাপন পরিষদ প্রতিশ্রুতি হবার পর থেকে সকল সদস্যদের সহযোগিতায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সাহায্য সহযোগিতা করে আসছি ২০১৯ সাল পর্যন্ত এবং আগামীতেও তা করে যাবে বিজয়া পরিষদ কুয়েত ।
অনুষ্টানে উপস্হিত হয়ে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সবার প্রিত কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি মোহিত রন্জন দাস ।

পোস্ট শেয়ার করুন

জাঁকজমকপূর্ণ ভাবে বণাঢ্য আয়োজনে ১৫তম বিজয়া পূর্নমিলনী ও বিজয় দিবস উৎসব

আপডেটের সময় : ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

কুয়েত থেকে : গতকাল শুক্রবার হাওয়াল্লী স্কাউট ভবন অডিটরিয়ামে সন্ধ্যা ৫:৩০ ১৫ তম বিজয়া পরিষদের পূর্নমিলন ও ৪৯ তম বিজয় দিবস উৎসব ২০১৯ এর অনুষ্ঠান শুরু হয় ।
সংগটনের সভাপতি মোহিত রন্জন দাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপস্হাপনায় পূর্নমিলনী পরিচয় পর্ব শেষ করে সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাজ শর্মা ও আদ্রিজা বেপারীর প্রানবন্ত উপস্হাপনায় সংগীত পরিবেশন মন্চ মাতিয়ে রাখেন স্হানীয় বাংলাদেশী শিল্পীবৃন্দরা পর্যায়ক্রমে – রত্না শর্মা ,সাথী পাইক,ভবি বৌমিক, রমা দাসগুপ্তা,মনিকা দাস,নুপুর বিশ্বাস,দীপর্না গুপ্তা ,শর্মিষ্টা বড়ুয়া ,অমপি চক্রবর্তী ,মলিনা সরকার ,উর্মি বড়ুয়া , রক্তিম বিশ্বাস, তুর্য্য পাইক, রোহিত দাস গুপ্ত ,শ্রুতি রায়, সাজ শর্মা, সঙ্গীত পরিচালনায় সোমা ভৌমিক বেপারী , নৃত্য পরিচালনায় রমা দাশ গুপ্তা ও তনিমা দাশ গুপ্তা ।
গাঁন ও নৃত্য দিয়ে আনন্দঘন অনুষ্টানে কুয়েতে বিভিন্ন রাজনৈতিক -সামাজিক , সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মিদের উপস্হিতিতে উৎসবমূখর পরিবেশে
সাধারন সম্পাদকের বক্তব্য তপন কুমার পাইক বলেন আমরা আমাদের গর্বের ও অহংকারের মাস ডিসেম্বর পার করছি । ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা । যে সকল কীর্তিমানের আত্মত্যাগে এ বিজয় সম্ভব হয়েছে তাদের স্হৃতিতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
বিজয়ের মাসে ১৫তম বিজয়া পূর্নমিলনী অনুষ্ঠান বিজয়া উদযাপন পরিষদ কুয়েত আয়োজন করতে পেরেছি বলে নিজেদের গর্বিত মনে করছি ।
২০০৫ সালে বিজয়া উদযাপন পরিষদ প্রতিশ্রুতি হবার পর থেকে সকল সদস্যদের সহযোগিতায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সাহায্য সহযোগিতা করে আসছি ২০১৯ সাল পর্যন্ত এবং আগামীতেও তা করে যাবে বিজয়া পরিষদ কুয়েত ।
অনুষ্টানে উপস্হিত হয়ে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সবার প্রিত কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি মোহিত রন্জন দাস ।