জর্দান বিএনপির সভাপতির মৃত্যতে কার্যনির্বাহী কমিটির সদস্য আহমদ আলীর শোক প্রকাশ
- আপডেটের সময় : ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ৬৪৮ টাইম ভিউ
জর্দান থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জর্ডান শাখার সভাপতি দুর্জয় ভুইয়ান (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৮টায় জর্ডানের রাজধানী আম্মানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
রাজনৈতিক জীবনে দুর্জয় ভুইয়ান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক অতন্দ্র প্রহরী। বহু আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক জিয়ার সৈনিক মরহুম দুর্জয় ভুইয়ার মৃত্যতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য , মধ্যেপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
শোক বার্তায় বলেন দুর্জয় ভুইয়ার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় মুকিব বলেন, মরহুম দুর্জয় ভুইয়ার মৃত্যুতে জর্ডান সহ বিএনপি পরিবার একজন অকুতোভয় জাতীয়তাবাদী নেতাকে হারালো। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার তাকে মিস করবে।দুর্জয় ভুইয়া বেচে থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে চির সঙ্গী হয়ে।