জটিলরোগে আক্রান্ত সবজি বিক্রেতা জহুর আলীর পাশে দাঁড়ান
- আপডেটের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ৬২১ টাইম ভিউ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুঁইগাও গ্রামের সবজি বিক্রেতা মোঃ জহুর আলী।একসময় সিলেট শহর দাপিয়ে বেড়াতেন, শহরের মেজরটিলায় সবজি বিক্রি করতেন।সবজি বিক্রি করার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় করতেন।মাঝে মাঝে তাবলীগে ও সময় লাগাতেন।৪ মেয়ে সন্তান নিয়ে মোটামুটি ভালই দিন চলছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস বাদ সাধল এক টিউমার।
গত একবছর থেকে টিউমারে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী।ডাক্তাররা বলেছেন টিউমারটি এখন ক্যান্সারে রুপ নিয়েছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে।চিকিৎসা করতে গিয়ে পরিবারের হাতে যা সম্বল ছিল সব শেষ হয়ে গেছে। এখন খাওয়া পরা ও কষ্ট সাধ্য হয়ে গেছে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি অসুস্থ হওয়ায় পরিবারটি অনেক কষ্টের মধ্যে আছে আবার অপারেশন করতে প্রায় ৪/৫ লাখ টাকার মত লাগবে।
যা উনার পক্ষে যোগাড় করা প্রায় অসম্ভব।জহুর আলী ৪ টি মেয়ের জন্য বাঁচতে চান। সমাজের সকল বিত্তবানদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন সকলে একটুখানি সহায়তা করলে উনি বেঁচে উঠতে পারবেন।পবিত্র রমজান,দূর্যোগময় মুহুর্তে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।আপনার একটু সাহায্য জহুর আলীকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে পারে।সম্বলহীন এ মানুষটি আপনাদের উদার হাতের দিকে চেয়ে আছেন।
আজ বিকাল তিনটায় মোঃ জহুর আলীকে দেখতে জান অনলাইন নিউজ পোর্টাল দেশদিগন্তের বার্তা সম্পাদক সাংবাদিক সাইফুল আলম সাইফুল ফেইসবুকে লাইভে জহুর আলীর অসুস্থার বিষয়টি তুলে ধরেন এবং তাহার হাতে দুই হাজার টাকা দিয়ে এলাকার দানশীল ব্যাক্তি ও দেশী বিদেশীদের সকলে কাছে জটিলরোগে আক্রান্ত সবজি বিক্রেতা জহুর আলীর পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
জহুর আলীকে সাহায্য পাঠানোর ঠিকানা পরিবারের নাম্বার বিকাশ- 01315674721 । একাউন্ট নাম্বার 1083458032985 ব্যাংক এশিয়া মৌলভীবাজার শাখা । এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01778861950 জহুর আলী।