আপডেট

x


জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে আগুন: ক্ষয়ক্ষতি ৩০লক্ষ টাকা

শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | ১২:১১ পূর্বাহ্ণ | 267 বার

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে আগুন: ক্ষয়ক্ষতি ৩০লক্ষ টাকা

সিলেট ব্যুরো : জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের রেজান আলী মার্কেটের কয়েকটি দোকান ও বাসা-বাড়ি আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে তুলার দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ আগুন নেভাতে প্রাণান্তকর চেষ্টা করেন। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘন্টার অধিক চেষ্টার পর রাত ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টির সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ৪টি তুলার দোকান, ২টি বাসা সহ প্রায় ৮টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০লক্ষ টাকা। তবে আগুন নেভাতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, আগুনের সুত্রপাত কি থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করেছে। ফলে অনেকটা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com