ঢাকা , রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

ছয় হাজারি ক্লাবে সাকিব

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • / ৪৮৫ টাইম ভিউ

ইংল্যান্ড বিশ্বকাপেই যেন নিজেকে মেলে ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৈশ্বিক এই আসরে ব্যাট-বলে দারুণ নৈপূণ্য দেখাচ্ছেন দেশসেরা এই খেলোয়ার। ইংল্যান্ড বিশ্বকাপের আগের তিন ম্যাচে দুই ফিফটি আর এক সেঞ্চুরিতে তারই প্রমাণ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। সাকিব তার খেলা এই বিশ্বকাপের আগের তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৭৫, ৬৪ আর ১২১ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত ২৩ রান করে সাকিব টপকে গেলেন চন্দরপল, শেবাগ, সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের।

আর মাত্র ২৩ রান করলে স্পর্শ করবেন ৬ হাজার রানের মাইলফলক-এমন হিসেব নিয়েই উইন্ডিজের বিপক্ষে নামে সাকিব। সেই ২৩ রান করেই তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজারি ক্লাবে লেখালেন তিনি।

ওয়ানডেতে ছয় হাজার রানের সুবাদে সাকিব টপকালেন সাবেক কিংবদন্তিদের। শিব নারায়ন চন্দরপল, বিরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারাদের উপরে এখন সাকিব।

২০২ ওয়ানডে ম্যাচের ১৯০ ইনিংসে সাকিব স্পর্শ করেছেন ৬ হাজার রান। ১৯০ ইনিংস খেলে ৬ হাজার ওয়ানডে রান স্পর্শ করেছেন চন্দরপল, শেবাগরা। সাঙ্গাকারা ৬ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন ১৯২ ইনিংসে। ১৯২ ইনিংসে ৬ হাজার রান স্পর্শ করেছেন যুবরাজ সিং, উপুল থারাঙ্গা (১৯২ ইনিংস), জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১৯৩ ইনিংস), ডি সিলভা (১৯৪ ইনিংস), গ্রান্ট ফ্লাওয়ার (১৯৬ ইনিংস)।

এই কীর্তিতে নাম লেখানো সাকিবের পেছনে থাকলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ব্রেন্ডন ম্যাককালাম, ইজাজ আহমেদ, মাহেলা জয়াবর্ধনে, সনাথ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিং, ইউনিস খান, অর্জুনা রানাতুঙ্গা, মোহাম্মদ আজহারউদ্দিন, দিলশানরা।

পোস্ট শেয়ার করুন

ছয় হাজারি ক্লাবে সাকিব

আপডেটের সময় : ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

ইংল্যান্ড বিশ্বকাপেই যেন নিজেকে মেলে ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৈশ্বিক এই আসরে ব্যাট-বলে দারুণ নৈপূণ্য দেখাচ্ছেন দেশসেরা এই খেলোয়ার। ইংল্যান্ড বিশ্বকাপের আগের তিন ম্যাচে দুই ফিফটি আর এক সেঞ্চুরিতে তারই প্রমাণ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। সাকিব তার খেলা এই বিশ্বকাপের আগের তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৭৫, ৬৪ আর ১২১ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত ২৩ রান করে সাকিব টপকে গেলেন চন্দরপল, শেবাগ, সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের।

আর মাত্র ২৩ রান করলে স্পর্শ করবেন ৬ হাজার রানের মাইলফলক-এমন হিসেব নিয়েই উইন্ডিজের বিপক্ষে নামে সাকিব। সেই ২৩ রান করেই তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজারি ক্লাবে লেখালেন তিনি।

ওয়ানডেতে ছয় হাজার রানের সুবাদে সাকিব টপকালেন সাবেক কিংবদন্তিদের। শিব নারায়ন চন্দরপল, বিরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারাদের উপরে এখন সাকিব।

২০২ ওয়ানডে ম্যাচের ১৯০ ইনিংসে সাকিব স্পর্শ করেছেন ৬ হাজার রান। ১৯০ ইনিংস খেলে ৬ হাজার ওয়ানডে রান স্পর্শ করেছেন চন্দরপল, শেবাগরা। সাঙ্গাকারা ৬ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন ১৯২ ইনিংসে। ১৯২ ইনিংসে ৬ হাজার রান স্পর্শ করেছেন যুবরাজ সিং, উপুল থারাঙ্গা (১৯২ ইনিংস), জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১৯৩ ইনিংস), ডি সিলভা (১৯৪ ইনিংস), গ্রান্ট ফ্লাওয়ার (১৯৬ ইনিংস)।

এই কীর্তিতে নাম লেখানো সাকিবের পেছনে থাকলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ব্রেন্ডন ম্যাককালাম, ইজাজ আহমেদ, মাহেলা জয়াবর্ধনে, সনাথ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিং, ইউনিস খান, অর্জুনা রানাতুঙ্গা, মোহাম্মদ আজহারউদ্দিন, দিলশানরা।