আপডেট

x


ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা কলেজের এক শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৬:০২ অপরাহ্ণ | 247 বার

ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা কলেজের এক শিক্ষার্থী নিহত

ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা কলেজের এক শিক্ষার্থী নিহত

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজ গেটে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত নামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।



পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার
দিকে কলেজের মূল ফটকের ১৫ গজ ভেতরে রাস্তায় রাহাতকে এক বা একাধিক যুবক ছুরিকাঘ করে পালিয়ে যায়।

পরে, চিৎকার শুনে লোকজন পুলিশের সহায়তায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে খুনিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

দক্ষিণ সুরমা থানার কর্মকর্তারা জানান, ছুরিকাঘাতে রাহাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে একাধিক টিম।

শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com