আপডেট

x


ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী খুন

মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ | 224 বার

ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী খুন

সুনামগঞ্জের ছাতকে এক রেলওয়ের নিরাপত্তা প্রহরী খুন হয়েছেন। তার নাম মো. ফখরুল আলম(৫০)। সে ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার ভোররাতে কে বা কারা কি কারণে তাকে রেলওয়ের কলোনিতে খুন করেছে তা জানা যায়নি। তবে পুলিশ আজ সকাল ১০টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা যায়।



পুলিশ জানায় নিহত এই নিরাপত্তা প্রহরী  ২০১৩ সাল থেকে সুনামগঞ্জের ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে যোগদান করে রেলওয়ের কলোনিতে তিনি ও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে একজন নিরাপত্তা প্রহরীকে খুন করা হলো পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এর আলামত সংগ্রহ করে দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com