চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি গ্রামে শনিবার ভোরে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১শ’ লোক চাপা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সেখানে জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
মাওক্সিয়ান সরকারের নিউজ অফিস এক বিবৃতিতে জানায়, একটি পাহাড়ের এক পাশ ধসে পড়ে জিনমো গ্রামের প্রায় ৪০টি বাড়িঘর চাপা পড়েছে। এতে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
পাথরের নিচে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এক যুগল এবং এক বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। বুলডোজার ও দড়ি ব্যবহার করে বড় বড় পাথর সরানোর কাজ চলছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com