বর্তমানে বাংলা চলচ্চিত্রে সেরা কমিডিয়ান হিসেবে পরিচিত নাম চিকন আলী খ্যাত শামীম খান। সম্প্রতি তিনি ম্যাডামের বডিগার্ড শীর্ষক একটি কমিডিয়ান শর্টফিল্ম করেছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। নেটি দুনিয়ায় বেশ পরিচিত ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভিতে স্বল্পদৈর্ঘ্য শর্টফিল্মে নিয়মিত দেখা যায় চিকন আলীকে।
এবার চিকন আলীর বডিগার্ডে মডেল হিসেবে কাজ করছেন হিরো আলম খ্যাত আশরাফুল হোসেনের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান।
এর আগে হিরো আলমের সাথেই অভিনয়ের কাজ করতেন তিনি। সম্প্রতি মডেল অভিনেত্রী নুসরাত জাহানকে মারধরের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডিও হয়েছিল। ফেসবুকসহ অনলাইন গণমাধ্যমে খবরটি ভাইরালও হয়। অবশেষে হিরো আলমকে ছুঁড়ে ফেলে এবার কমিডিয়ান চিকন আলীর মডেল হলেন নুসরাত জাহান।
এদিকে হিরো আলমকে ছেড়ে চিকন আলীর মডেল হওয়ায় নুসরাতের প্রশংসা করেছেন তার ভক্তরা।
কমিডিয়ান চিকন আলী খ্যাত শামীম খান জানান, নুসরাত কার বউ, সেটা ভাবছি না। সে ভালো কাজ করছে। মজার সব নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি আমরা। নতুন কিছু দিচ্ছি নেটিজানদের মাইন্ড ফ্রেশ করতে। কমব্যস্ততার নিয়ে ভাল আছি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com