সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, সার্ভার সমস্যার কারণে প্রায় ৩০ জন সনদ পাননি। এর মধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি। তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন।#
যথাসময়ে করোনাভাইরাস পরীক্ষার সনদ না পেয়ে সোমবার সকালে দুবাইগামী বিমানে উঠতে পারেননি চট্টগ্রামের বেশ কয়েকজন যাত্রী। পরে তাঁরা সনদের জন্য সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন।
এক যাত্রী জানান, সকাল সাড়ে ৯টায় তার বাংলাদেশ বিমানে দুবাই যাওয়ার কথা। কিন্তু করোনা পরীক্ষার সনদ না পাওয়ায় তিনি বিমানটি ধরতে পারেননি। বিমানটি ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘চার দিন ঘুরেও সনদ পাইনি। বিমান মিস করেছি। এই ক্ষতিপূরণ কে দেবে?’
নাজিম উদ্দিনের মতো প্রায় ৫০ যাত্রী সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন। সনদ নেওয়ার চেষ্টা করছিলেন তারা। ঢাকা থেকে আজ সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইনসে এক যাত্রীর যাওয়ার কথা। তিনি আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সনদ পাননি। এ রকম অনেকে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, সার্ভার সমস্যার কারণে প্রায় ৩০ জন সনদ পাননি। এর মধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি। তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com