সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করলো র্যাব।
বুধবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল নগরীর বালুচর এলাকার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিপু উত্তর বালুচরের ফোকাস আ/এ বাসার মৃত ইয়াদ আলীর ছেলে।
রাতে পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি কামরুজ্জামান।
র্যাব জানায়, নিপু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। রাতেই তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে র্যাব
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com