নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্তকালে ঘুষ গ্রহণের অভিযোগ উঠা দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতি দমক কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, তদন্ত চলাকালে তদন্তাধীন তথ্য অভিযুক্ত ব্যক্তির কাছে প্রকাশ করার অপরাধে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার বিকালে দুদক কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, ডিআইজি মিজানের অবৈধ সম্পদের তদন্তকালে তার পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে তদন্তকারী কর্মকর্তা এনামুল বাসিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠে।
এই অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তকাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com