তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।সবশেষ ২০১৩ বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল বোল্যান্ড পার্কে। এবারই প্রথম এ মাঠে খেলতে নামছে টাইগাররা। আকারে অনেকটাই ছোট এই মাঠটি। আউট ফিল্ডের জায়গায় জায়গায় বেহাল দশা। ফিল্ডিং করতে ঝামেলায় পড়তে পারেন ক্রিকেটাররা। যেকোনো সময় বল লাফিয়ে উঠতে পারে। তার সঙ্গে বৃষ্টি হওয়ায় মাঠের বিভিন্ন প্রান্তে কাদা দেখা গিয়েছে। পানি নিষ্কাসনের ব্যবস্থাও অনেক বাজে। কাল বুধবার যদি বৃষ্টি হয় তাহলে খেলা শুরু হতে অনেক বেশি সময় লাগতে পারে।
এদিকে টেস্ট ও প্রথম ওয়ানডেতে শোচনীয় হারের পর এ ম্যাচটি দিয়ে ঘুরে দাঁড়াতে চায় মাশরাফি বিন মুর্তজার দল। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি কাটিয়ে উঠে খেলতে পারেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে বোলারা হতাশ করায় দলে একজন স্পিনার দেখা যেতে পারে। সূত্র জানায়, সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে মেহেদি হাসান মিরাজকে নেয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রোটিয়াদের বড় শক্তি তাদের বিশ্বমানের ব্যাটিং লাইন-আপ। যার প্রমাণ তারা দিয়েই চলেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। দলের মূল বোলার ডেইল স্টেইন, মরনে মরকেলরা ইনজুরিতে থাকলেও বোলিং ডিপার্টমেন্টও বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে।এ সফরের শুরু থেকেই বাংলাদেশ দলকে চাপে রেখেছে ফাপ ডু প্লেসির দল। আর এই ম্যাচে দিয়েই ওয়ানডে সিরিজ নিজের করে নিতে চাইবে স্বাগতিকরা।
বাংলাদেশ স্কোয়াড :মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহার্দিয়েন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন পিটারসন, আনডিলে ফেলুকুয়ায়ো, ডুয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com