এন সি সি ও নেক মানিট্রান্সফারে উদ্যেগে মাদ্রিদে মিট দ্যা এন আর বি’এস
- আপডেটের সময় : ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ২৪৯ টাইম ভিউ
গ্রাহক সেবার বিভিন্ন সুবিধা নিয়ে পুনরায় চালু হলো স্পেনে
ইকরাম ফরাজী
বকুল খান স্পেন ,
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ তাদের প্রিয়জনের কাছে সঠিক সময়ে ও নিরাপদে পৌঁছানোর জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছে এন সি সি ও নেক মানিট্রান্সফারে উদ্যেগে মাদ্রিদে মিট দ্যা এন আর বি’এস| স্পেনে শীগ্রই চালু করছে তাদের গ্রাহক সেবা জানালেন সেমিনারের সভাপতি নেক মানি ট্রানফার লিমিটেড এর চেয়ারম্যান এন্ড সি.ই.ও ইকরাম ফরাজী (সিআইপি) |
গতকাল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ۔হয়েছে এনসিসি ব্যাংক এবং নেক মানি ট্রান্সফার কোম্পানির যৌথ উদ্যেগে ” বৈধ পথে রেমিটেন্স প্রেরণ” বিষয়ক সেমিনারে | সেমিনারে প্রধান অতিথির বক্তব রাখেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ|
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার, ডিরেক্টর সৈয়দ মোঃ আবু মহসিন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামদুদুর রশিদ, ইভিপি এন্ড হেড অফ রেমিট্যান্স এনআরবি ডিভিশন মোঃ মাহফুজুর রহমান, নেক মানি ট্রান্সফার লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর রবিন মাহমুদ, দূতাবাসের প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আল মামুন, বায়তুল মুকাররম জামে মসজিদ এর সভাপতি খোরশেদ আলম মজুমদার , সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া , বিশিষ্ট ব্যবসায়ী একরামুজ্জামান কিরণ ,ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, কমিউনিটি নেতা কামরুজ্জামান সুন্দর ,মিল্টন ভূঁইয়া কচি , সহ সম্মানিত নেক এজেন্সি ও মাদ্রিদ কমিউনিটি সম্মানিত ব্যক্তিবর্গ।
সেমিনারের প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিয়ে বৈধপথে রেমিটেন্স এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিষয়ে নেক মানি ট্রান্সফার লিমিটেড এর চেয়ারম্যান এন্ড সি.ই.ও জনাব ইকরাম ফরাজী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইকরাম ফরাজী নেক মানি ট্রান্সফারের বর্ষসেরা গ্রাহক ও এজেন্টদের আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেন |এতে থাকছে নগদ টাকা ,দেশে যাওয়ার প্লেন ফেয়ার|এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার প্রবাসিদের বিভিন্ন সেবা নিয়ে রেমিটেন্স কার্ড চালু করার আশ্বাস দেন |এছাড়াও শুধুমাত্র পাসপোর্ট দিয়ে সরাসরি বিদেশ থেকে এন সিসি ব্যাংকে একাউন্ড প্রবাসীরা করতে পারে এব্যাপারে সর্বাত্মক সহযোগিতার কথা জানান |