গ্যাসের দাম বৃদ্ধি ও মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রতিবাদ সভা
- আপডেটের সময় : ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ১৭৮৯ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধি : উচ্চমূখি উচ্চবিত্তদের বাজেটে গ্যাসের মুল্যাবৃদ্ধি ও সিলেটের মেয়র আরিবাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উদ্দ্যোগে আজ বাদ জুম্মা সিটিস্হ হোটেল রাজধানীর বলরুমে প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । সংগঠনের সভাপতি মো: শওকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুমন আনসারির সন্চালনায় মন্চে উপবিস্ট ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আবুল কালাম আজাদ , জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু। , সহ সভাপতি রিপন আহমেদ , শহীদ খাঁন, মনসুর আলম খাঁন। সভায় জাতীয়তাবাদী ফোরামের উপদেস্টারা বক্তব্য বলেন শেখ হাসিনা শুধু জাতীয়তাবাদী বিদ্বেষীই নয় সে সিলেট বিদ্বষিও তার প্রমান রেখেছে সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা না দিয়ে তার ছোট মন – মানসিকতা ও সিলেট বিদ্বেষ এর পরিচয় দিয়েছেন ।আমরা মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়ার আহবান জানান । উচ্চবিত্তদের জন্য উচ্চ বিলাসের জন্য হাসিনা তার উচ্চবিলাসের বাসনা পূরনের জন্য এই বাজেট করেছেন ।
মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের জন্য অভিশাপের বাজেট ঘোষনা করেছে এই ভোট ডাকাত সরকার । সমাজের সবচেয়ে বড় বড় চোরকে লোকজামাই আদর করে উচুপদে বসাচ্ছে এই সরকার ।সমাজের প্রতিটি শ্রেনী- পেশাতেই চিরবন্ধনা এবং চোরদের প্রাধান্য দিয়েই এই বাজেট ঘোষনা করে এই হাসিনার সরকার । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফোরামে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন , যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ , সিব্বির আহমেদ, আমিনুল হক আমান, উজ্জল মিয়া ,নুরুল হোসেন , নাসের খাঁন, জোনাব আলী প্রমুখ । সভায় জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের সভাপতি মো: শওকত আলী হজ্জ পালনের উদ্দেশ্য আগামীকাল ৬ জুলাই শনিবার বাংলাদেশে কুয়েত এয়ারওয়েজ যাত্রা করবেন এবং ২০ জুলাই হজ্জের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন । উপস্হিত সবাই উনার কাছে আবেদন জানান হজ্জে গিয়ে মুসলিম উম্মা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করতে আহবান জানানো হয় । উল্লেখ্য সভায় সিন্ধান্ত হয় সভাপতির অনুপস্হিতিতে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি দায়ীত্ব দেওয়া হয় সহ সভাপতি আহমেদ রিপন কে ।