সিলেট গোয়াইনঘাট পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার দাসের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩ঘটিকায়
গোয়াইনঘাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও মহোদয়ের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
এসময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসক উপজেলার শিক্ষা সচেতনসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষকরা অনতি বিলম্বে সন্ত্রাসী হামলায় আহত পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও উক্ত শিক্ষকের উপর সন্ত্রাসীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, গোয়াইনঘাট, সিলেট মহোদয়ের নিকট ও একটি স্মারকলিপি প্রদান করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com