গুপ্তগ্রামে যাত্রীবাহী সিএনজি ধান ক্ষেতে- বিপাকে এলাকাবাসী
- আপডেটের সময় : ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ৯২৪ টাইম ভিউ
স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে সাবেক মেম্বার ফারুক আহমেদের বাড়ির পাশে একটি সিএনজি (অটোরিক্সা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায়। আজ ৩ অক্টোবর বিকেলের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি ও পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকার কারনে সিএনজিটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। গাড়িতে ১ মহিলাসহ মোট ৫ জন যাত্রী ছিলেন তারা সকলেই আহত হন। মহিলা যাত্রী গুরুতর আহত হওয়ার কারনে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চালক নাইম আহমদ (১৫) অক্ষত অবস্থায় দ্রুত ঘটনাস্থল থেকে পালায়ন করে।
এলাকার তরুণ সমাজসেবক সাইফুর রহমান ও হোসেন পাবেল জানান, গুপ্তগ্রাম- কুলাউড়া রোডে সিএনজি (অটোরিক্সা) অল্পবয়স্ক-অদক্ষ চালক দ্বারা চালানোর কারনে আজ এই দুর্ঘটনাটি ঘটেছে।
তারা ওই লাইনে সিএনজি শ্রমিক সমিতির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমরা নিরুপায় হয়ে অদক্ষ চালকের গাড়িতে চড়তে হয়। এই লাইনের বেশিরভাগ চালকের বয়স ১৮ বছরের নিচে। এতে আমরা যাত্রীরা ঝুঁকি নিয়েও যাতায়াত করতে হয়।#