আপডেট

x


গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৪৬

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ | 177 বার

গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৯৪৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন আরো ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৬২১ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৯৪৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ।

ডা. নাসিমা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। এ ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও সাতজন নারী।

এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেয়া ৫১ হাজার ৪৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৬১। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৪৭ হাজার ৬৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ৮৯ হাজার ৭১৮ জন।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com