গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৯০, ৩৭ মৃত্যু!
- আপডেটের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ৪৬৫ টাইম ভিউ
দেশ দিগন্ত ডেক্স:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ১৯০ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের আক্রান্তের পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৮৬৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১২ জন।
বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ১৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২ জনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫ হাজার ৮৯৯ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৯৮১। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৩৪ হাজার ৭২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৬ লাখ ১৬ হাজার ৭৩৪ জন।#