আঁখি আক্তারঃ মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ভবেরচর ইউনিয়ন শাখা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত রোববার ভবেরচর ইউনিয়নে আনারপুরা গ্রামের শাহ আলম, ইয়াছিন, ছাত্তার, রতন, রকিব, ওবায়দুল, ইসলাম ও শাহজালালসহ অজ্ঞাত ১০ থেকে ১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় সালেহ ওপর হামলা চালায়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুু সালেহ গুরুতর জখম হয়। এসময় তার ডাক-চিৎকারে এলাকার লোকজন জরো হলে সন্ত্রাসী বাহিনী দ্রুত এলাকা ত্যাগ করে।
স্থানীয় ভাবে জানা যায় যে, সন্ত্রাসী হামলা কারীরা এলাকার আদিপত্য বিস্তার এবং ক্ষমতা অপব্যবহার করার প্রতিবাদ করায় এই হামলা সংগঠিত হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানায় এবং অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন।
আহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় আছে বলে জানা যায়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com