আপডেট

x


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ক্যালিফোর্ণিয়া বিএনপি’র দোয়া অনুষ্ঠিত

রবিবার, ০৬ অক্টোবর ২০১৯ | ১২:৩৪ পূর্বাহ্ণ | 227 বার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ক্যালিফোর্ণিয়া বিএনপি’র দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: গত ৩ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বিএনপির দলীয় কার্য্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্ণিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শেষে বেগম জিয়ার কারামুক্তির দাবীতে আগামী ২০ অক্টোবর রবিবার ক্যালিফোর্ণিয়ার ফেডারেল বিল্ডিংয়ের সামনে অবস্হান ও বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করা হয়েছে। ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপত বদরুল চৌধুরী শিপলু এ কর্মসুচি ঘোষণা করেন।
সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদ ও প্রতিহিংসার কারণেই কারাগারে বন্দি হয়ে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া কেবল মুখোশ মাত্র। এ কারণেই বিনা অপরাধে বেগম জিয়াকে অত্যাচার করার জন্য তাঁকে বন্দি করে ষড়যন্ত্রের নিষ্ঠুর ছক আঁটা হচ্ছে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বাঁচানোর শর্তই হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। এ কারণেই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দলের সাধারন সম্পাদক ওয়াহিদ রহমান; বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক জনাব ইউসুফ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপি’র সহসভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল হোসেন শিকদার, শওকত হোসেন, আশরাফুল আলম হেলাল,মার্শাল হক, মিজানুর রহমান, লিপু হোসেন, সায়েদ খান, যুগ্ম-সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমদ রাসেল, বদরুল আলম মাসুদ, লায়েক আহমদ, রফিকুজ্জামান জুয়েল, শাহাদাৎ কবীর ভূইয়া শান্ত, সাংগঠনিক সম্পাদক মারুফ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক রেজাউল হায়দার চৌধুরী বাবু, মহিলা সম্পাদিকা এ্যাড: শামসুন খান লাকী, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক এ কে এম আসিফ প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com