আপডেট

x


খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দু’দিনের কর্মসূচি

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৫৬ অপরাহ্ণ | 1269 বার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দু’দিনের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

তিনি বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা আমরা ঘোষণা করেছিলাম তা বইমেলার কারণে স্থগিত করছি। ওইদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি প্রতিবাদ সভা করবে। পরদিন ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ ও সেলিম রেজা হাবিব।

 খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্তি হবে ৮ ফেব্রুয়ারি। এদিন তার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু একুশের বইমেলার কারণে সমাবেশের পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com