আপডেট

x


খালাফ হত্যা: হাইকোর্টের রায় বহাল

বুধবার, ০১ নভেম্বর ২০১৭ | ২:০৩ অপরাহ্ণ | 691 বার

খালাফ হত্যা: হাইকোর্টের রায় বহাল

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায় আপিলেও বহাল রয়েছে।

রায়ে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।



বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে রায়ের ১০ অক্টোবর দিন ধার্য  করেছিলেন আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় ওই দিন নতুন করে ১৭ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত। এ পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে শুনানির জন্য একটি আবেদন দায়ের করা হয়। ওই আবেদন আমলে নিয়ে আপিল বিভাগ রায় ঘোষণা না করে ৩১ অক্টোবর পুনঃশুনানির দিন ধার্য করেন। পুনঃশুনানি শেষে আজ রায় দেন আপিল বিভাগ।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ মার্চ রাত ১টায় রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকায় নিজ বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছরের ৩০ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত চার আসামি ওই বছরই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর আপিলের বিষয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পলাতক সেলিম  চৌধুরী খালাস পান। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com