খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৩
- আপডেটের সময় : ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭
- / ১৩০৭ টাইম ভিউ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ১২ জন।আজ (বুধবার) সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হাফছড়ি ইউনিয়নের মো. ইউনুসের স্ত্রী রিপন আক্তার ও তার ৪ বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস এবং বাকের ফরাজীর ছেলে তরিকুল ইসলাম।জানা যায়, সকালে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামের উদ্দেশে যাত্রীবাহী লোকাল বাসটি ছেড়ে যায়।গুইমারার কালাপানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপরে উল্টে যায়। এতে চাপা পড়ে মা ও শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন।ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে।গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম জানান, খাগড়াছড়ি থেকে এম মোর্শেদ (চট্ট-মেট্রো- জ ১১০০-৭) নামের বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। গুইমারায় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।