জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক খেলেছেন ২১৩টি ওয়ানডে, রান করেছেন ৪২৮৯, উইকেট ১০১টি। ফ্লাওয়ার ভাইদের (এন্ডি এবং গ্র্যান্ট) পরে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কৃতিত্ব চিগুম্বুরার।
টেস্টে অবশ্য সেভাবে সুযোগ পাননি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০ বছরে টেস্ট খেলেছেন মাত্র ১৪টি। তবে খেলেছেন ৫৫টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেললে সংখ্যাটা হয়তো ৫৭-তে শেষ করবেন।
হার্ডহিটিং ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিং, চিগুম্বুরার তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মোটামুটি চাহিদা ছিল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইট্রেন্টের হয়ে, পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে খেলেছেন চিগুম্বুরা।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com