ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে শহিদ জিয়ার ছবি স্থাপন
- আপডেটের সময় : ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ৫৭৯ টাইম ভিউ
ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে শহিদ জিয়ার ছবি স্থাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ইউনিট এর কার্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ছবি স্থাপন করা হয়েছে।
শুক্রবার, আগস্ট ২৭, ২০২১, বিকালে, ক্যাপিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এই ছবিটি স্থাপন করা হয়।
বাংলাদেশের মহান স্বাধীনতার অমর ঘোষক, মহাবীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের এক ও এগারো নাম্বার সেক্টর এবং জেডফোর্সের কমান্ডার, সাতই নভেম্বরের সিপাহীজনতার বিপ্লবের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সংবাদ মাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম।
ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সহসভাপতি অপু সাজ্জাদ, আফজাল হোসেন শিকদার, অধ্যাপক শাহদাৎ শাহিন, ইলিয়াছ মিয়া, শফিকুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।