ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র বিএনপি’র মতবিনিময় সভা।
- আপডেটের সময় : ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৭২৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ গত ১৯শে সেপ্টেম্বর ,২০১৯ লস এন্জেলেসের এক স্হানীয় এক রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে “বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের করনীয়” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেনবাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন মহাসচিব জনাব হারুন অর রশিদ এমপি ।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান পরিচালনায় বক্তব্য রাখেন ড.মাহবুব খাঁন , আব্দুল বাসিত, শাহাদাত হোসেন শাহিন, ফারুখ হাওলাদার,সৈয়দ নাসির উদ্দিন জাবুল, মারুফ খাঁন, লোকমান হোসেন, কামাল হোসেন তারুন, সামছুন খাঁন লাকি, সামসুল আলম, রনী জামান, আলমগীর হোসেন প্রমূখ ।
বক্তারা বলেন এই অবৈধ আওয়মীলীগ সরকারে সময় আর বেশী দিন নয়, দেশকে উন্নয়নের নামে যে অর্থনৈতিক পঙ্গু করছে,তার প্রমান মিলছে, তবে দু একটা চোনা পুটি ধরে রাগব বোয়ালদের নিরাপদ রাখার পায়তারা করছে এই স্বৈরাচারী সরকার।
কিন্তু ভুলে যাবেন না, এই দিন আপনাদের থাকবে না। যে অন্যায় আজ আপনারা করছেন, সেই অন্যায়ের বিচার এই দেশেই হবে,ইতিহাস বড় নির্মম। কাউকে ক্ষমা করে না, আপনাদের করবে না।’
দেশে এখন আইনের শাসন এবং সংবিধানকে যেভাবে পদদলিত করা হলো একদিন ইতিহাস তার বিচার করবে। এই সংসদে একদিন আপনাদের অপকর্মের বিচার করবে।
নিরবতা মানে অসহায় নয়, প্রতিবাদ না করা মানে দুর্বল নয়।
নিজের অধিকার নিজেই আদায় করতে হয়,এবং বিএনপি এদেশর জনগণকে সাথে নিয়ে নিজের অধিকার আদায় করে নিজের অবস্থান নিবে ।