ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

ক্যাটরিনা এখন ফটোগ্রাফার

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : ০২:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • / ৫৯২ টাইম ভিউ

বিনোদন ডেস্ক: লকডাউনের প্রথম দিকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে দেখা গেছে ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করতে। তারপর ক্যামেরার সামনে থালাবাটি কীভাবে পরিষ্কার করতে হয়, তা–ও শিখিয়েছেন। বোন ইসাবেলা কাইফকে সঙ্গী করে প্যানকেক না দোসা কী যে বানিয়েছেন, নিজেই নাম দিতে পারলেন না। বললেন, ‘আমরা দুই বোন মিলে এটা কী বানিয়েছি, এখন বুঝতে পারছি না। গবেষণা চলছে। জানতে পারলে আপনাদের জানিয়ে দেব। আপাতত ধরে নিন, এটা দোসা–জাতীয় প্যানকেক। বা নিদেনপক্ষে প্যানকেক–জাতীয় দোসা।

এই বেলা ঝাড়ু, খুন্তি ফেলে ক্যামেরা ধরেছেন ক্যাটরিনা। আশপাশে যা দেখছেন, ক্লিকে ক্লিকে বন্দী করে রাখছেন। ঘরের কোণের গিটার কিংবা বই, ঘরের ভেতর থেকে জানালা গলে দেখা নীল–সাদা আকাশ—কোনো কিছুই বাদ যাচ্ছে না। নতুন আবিষ্কৃত এই প্রতিভা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল হয়নি ক্যাটরিনার। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ারও করছেন। বোনের সঙ্গে একটা সেলফি তুলে সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিয়ে ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আশা করি, আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লাগছে। সব ছবি ঘর থেকে তোলা। চারপাশটা কত সুন্দর। শুধু সেই সৌন্দর্য দেখার জন্য আপনাদের চোখের বাইরে একটা মন থাকতে হবে।

লকডাউনে বসে নেই ক্যাটরিনা। ঘরে বসে ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছেন। বই পড়ছেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘কে বাই ক্যাটরিনা’র কাজও চলছে। কখনো সময় কাটানোর জন্য তুলে নিচ্ছেন গিটার বা ছাদে গিয়ে চলছে ফটোসেশন।

পোস্ট শেয়ার করুন

ক্যাটরিনা এখন ফটোগ্রাফার

আপডেটের সময় : ০২:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক: লকডাউনের প্রথম দিকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে দেখা গেছে ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করতে। তারপর ক্যামেরার সামনে থালাবাটি কীভাবে পরিষ্কার করতে হয়, তা–ও শিখিয়েছেন। বোন ইসাবেলা কাইফকে সঙ্গী করে প্যানকেক না দোসা কী যে বানিয়েছেন, নিজেই নাম দিতে পারলেন না। বললেন, ‘আমরা দুই বোন মিলে এটা কী বানিয়েছি, এখন বুঝতে পারছি না। গবেষণা চলছে। জানতে পারলে আপনাদের জানিয়ে দেব। আপাতত ধরে নিন, এটা দোসা–জাতীয় প্যানকেক। বা নিদেনপক্ষে প্যানকেক–জাতীয় দোসা।

এই বেলা ঝাড়ু, খুন্তি ফেলে ক্যামেরা ধরেছেন ক্যাটরিনা। আশপাশে যা দেখছেন, ক্লিকে ক্লিকে বন্দী করে রাখছেন। ঘরের কোণের গিটার কিংবা বই, ঘরের ভেতর থেকে জানালা গলে দেখা নীল–সাদা আকাশ—কোনো কিছুই বাদ যাচ্ছে না। নতুন আবিষ্কৃত এই প্রতিভা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল হয়নি ক্যাটরিনার। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ারও করছেন। বোনের সঙ্গে একটা সেলফি তুলে সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিয়ে ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আশা করি, আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লাগছে। সব ছবি ঘর থেকে তোলা। চারপাশটা কত সুন্দর। শুধু সেই সৌন্দর্য দেখার জন্য আপনাদের চোখের বাইরে একটা মন থাকতে হবে।

লকডাউনে বসে নেই ক্যাটরিনা। ঘরে বসে ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছেন। বই পড়ছেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘কে বাই ক্যাটরিনা’র কাজও চলছে। কখনো সময় কাটানোর জন্য তুলে নিচ্ছেন গিটার বা ছাদে গিয়ে চলছে ফটোসেশন।