আপডেট

x


ক্যাটরিনা এখন ফটোগ্রাফার

সোমবার, ০৬ জুলাই ২০২০ | ২:১১ অপরাহ্ণ | 423 বার

ক্যাটরিনা এখন ফটোগ্রাফার
ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: লকডাউনের প্রথম দিকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে দেখা গেছে ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করতে। তারপর ক্যামেরার সামনে থালাবাটি কীভাবে পরিষ্কার করতে হয়, তা–ও শিখিয়েছেন। বোন ইসাবেলা কাইফকে সঙ্গী করে প্যানকেক না দোসা কী যে বানিয়েছেন, নিজেই নাম দিতে পারলেন না। বললেন, ‘আমরা দুই বোন মিলে এটা কী বানিয়েছি, এখন বুঝতে পারছি না। গবেষণা চলছে। জানতে পারলে আপনাদের জানিয়ে দেব। আপাতত ধরে নিন, এটা দোসা–জাতীয় প্যানকেক। বা নিদেনপক্ষে প্যানকেক–জাতীয় দোসা।

এই বেলা ঝাড়ু, খুন্তি ফেলে ক্যামেরা ধরেছেন ক্যাটরিনা। আশপাশে যা দেখছেন, ক্লিকে ক্লিকে বন্দী করে রাখছেন। ঘরের কোণের গিটার কিংবা বই, ঘরের ভেতর থেকে জানালা গলে দেখা নীল–সাদা আকাশ—কোনো কিছুই বাদ যাচ্ছে না। নতুন আবিষ্কৃত এই প্রতিভা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল হয়নি ক্যাটরিনার। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ারও করছেন। বোনের সঙ্গে একটা সেলফি তুলে সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিয়ে ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আশা করি, আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লাগছে। সব ছবি ঘর থেকে তোলা। চারপাশটা কত সুন্দর। শুধু সেই সৌন্দর্য দেখার জন্য আপনাদের চোখের বাইরে একটা মন থাকতে হবে।



লকডাউনে বসে নেই ক্যাটরিনা। ঘরে বসে ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছেন। বই পড়ছেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘কে বাই ক্যাটরিনা’র কাজও চলছে। কখনো সময় কাটানোর জন্য তুলে নিচ্ছেন গিটার বা ছাদে গিয়ে চলছে ফটোসেশন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com