দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘কোরআন হলো মুসলমানদের সংবিধান। এই সংবিধানের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে।’
আজ শুক্রবার জাতীয় বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) ১৯তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ দেশকে তিনি হানাদার বাহিনী মুক্ত করে ছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় ইকরা প্রতিষ্ঠানের মাধ্যমে এ মহতি অনুষ্ঠান শুরু হয়েছে। বিদেশি মেহমানরা এখানে কোরআন তেলাওয়াত করবেন এতে মানুষের ঈমান ও আমল বৃদ্ধি করার সুযোগ হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি খুবই খুশি হয়েছি এজন্য যে, এ সম্মেলনে বিশ্বের শ্রেষ্ঠ কারিরা অংশ নিয়েছে। তাঁদেরকে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা সারা বছর কষ্ট করে এ অনুষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে ও ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আফজাল, পিএচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com