আপডেট

x


কোটি ভিউ ছাড়াল কোনালের গান

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ১:৪২ পূর্বাহ্ণ | 399 বার

কোটি ভিউ ছাড়াল কোনালের গান
কোনাল

জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের একটি গান শ্রোতাদের ভালোবাসায় কোটির ঘর ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন লাগাইলো গানটি ইউটিউবে এক কোটি ৭৮ হাজারবারেরও বেশি দেখা হয়েছে। পাসওয়ার্ড ছবির ‘আগুন লাগাইলো’ শিরোনামের এই গানটি বছরখানেক আগে ইউটিউবে প্রকাশিত হয়। চলচ্চিত্রে সাধারণত রোমান্টিক ধাঁচের গানই করেন কোনাল।
আগুন লাগাইলো গানটি প্রকাশের পর থেকে ভিন্নরকম গায়কির জন্যও প্রশংসিত হন এই শিল্পী। এটি তার গাওয়া প্রথম কোনো গান, যা কোটি দর্শকের ভালোবাসা পেয়েছে। এতে উচ্ছ্বসিত কোনাল বলেন, ‘এক কোটি ভিউ মানে, এক কোটি দর্শকের ভালোবাসা। আমি দর্শকের সেই ভালোবাসায় সিক্ত। এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।

’ ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর করেছেন ভারতের লিংকন। মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, ইমন প্রমুখ।



সুত্র – বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com