মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি এ্যাগেইনস্ট পভার্টি-ক্যাপ। গত শনিবার বিকেলে কুলাউড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি পিঁয়াজ, ৩ কেজি ছোলা, ২ কেজি লবণ ও ২ কেজি খেজুর, চিনি ১ কেজি, মরিচ গুড়া ৫০০ গ্রাম, হলুদ ৫০০ গ্রাম। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র মোঃ শফি আলম ইউনুছ, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল ইসলাম, এপেক্সিয়ান এএফএম ফৌজি চৌধুরী, ক্যাপ’র ফাউন্ডার এন্ড ট্রাস্টি আব্দুল নুর হুমায়ুন, ট্রাস্টি আলম রউফ, সিরাজ মিয়া, শামিম আহমদ, কবির আহমদ, কাশেম মিয়া, সাগর চন্দ দাস,ব্যবসায়ী মামুন রহমান প্রমুখ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com