আপডেট

x


কেন তিনি সঙ্গীহীন, জানালেন প্রিয়াঙ্কা চোপড়া!

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:১৩ অপরাহ্ণ | 1113 বার

কেন তিনি সঙ্গীহীন, জানালেন প্রিয়াঙ্কা চোপড়া!

আর কয়দিন পরেই ভ্যালেনটাইন্স ডে। বাজারে, ফেসবুকে, টুইটারে, সিনেমা হলে সব জায়গাতেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। যে দিকেই চোখ যাচ্ছে, সেই দিকেই লাল রংয়ের পানপাতা আকৃতির বেলুন আর গ‌োলাপ। কিন্তু এমন প্রেমের মৌশুমেও সঙ্গী জোটেনি বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। ২০১৬ সালে ‘কফি উইথ করণ’-এ এসে তিনি বলেছিলেন, যতদিন পর্যন্ত না হাতে এনগেজমেন্টের আংটি পরছেন, ততদিন তিনি সিঙ্গেল। আর যেদিন সম্পর্কে যাবেন, সেদিন সারা দুনিয়াকে জানাবেন।



কিন্তু ২০১৮ সালে এসে আর একটি সাক্ষাৎকারে তিনি জানালেন গত বছরের গোড়ার দিক পর্যন্ত তিনি একটি প্রেমের সম্পর্কে ছিলেন। তিনি বলেন, ‘‘আমি একজন সিরিয়াল মোনোগ্যামিস্ট। আমি সম্পর্কটিতে গভীর ভাবে ছিলাম। কিন্তু প্রায় এক বছর হতে চলল, আমি সিঙ্গেল।’’

প্রিয়াঙ্কা আরও জানান, এই সময়ে কালে বহু পুরুষের সঙ্গে দেখাসাক্ষাৎ করেছেন তিনি। অনেকেই তাকে মুগ্ধ করার চেষ্টাও করেছেন। কিন্তু কেউই জায়গা করে নিতে পারেননি তার মনে।

তাই অগত্যা এই প্রেমের মৌশুমে হাজার হাজার গোলাপ, কিন্তু সুন্দরীর মনে গোলাপের কাঁটা হয়ে কেউ বিঁধতে পারেননি।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com