বি বাড়িয়া থেকে :- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা আলী ঘোড়া প্রতীকে ৩৩৪৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এডভোকেট তানভীর ভূইয়া ২৫৭৯৩ ভোট পেয়েছেন। নাসিমা আলী কুয়েত প্রবাসী বিজনেস কাউন্সিলের সভাপতি প্রতিস্টিত ব্যাবসায় ব্রাম্মনবাড়ীয়ার সন্তান লুৎফর রহমান মুকাই আলীর সহধর্মিনী নাছিমা আলী । উনি কখনও রাজনৈতিকভাবে যদিও সরাসরি জড়িত না হলেও আওয়ামীলীগের সমর্থক । স্বামীর সূত্রে তিনিও দির্ঘ কয়েক যোগ ধরে কুয়েত প্রবাসী । গত স্হানীয় নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনে কুয়েত প্রবাসী দম্পতি বর্তমান সংসদের সদস্য । এই উপজেলা নির্বাচনেও নির্বাচিত হলেন কুয়েত প্রবাসী নাছিমা আলী । এই কুয়ের প্রবাসীদের মধ্যে আনন্দ চলছে ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com