আপডেট

x


কুয়েত থেকে দেশে যাওয়ার সময় সোনা নিয়ে আটক হল এক বাংলাদেশী

মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯ | ৩:২৪ অপরাহ্ণ | 788 বার

কুয়েত থেকে দেশে যাওয়ার সময় সোনা নিয়ে আটক হল এক বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি কুয়েতে সিটিঃ কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে সোনা বহনের অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত শনিবার রাতে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের এক বাংলাদেশী যাত্রীর নিকট সোনা পাওয়া যায় সংবাদ প্রকাশিত হয়েছে দেশটির সবকটি দৈনিকে। সুত্রে প্রকাশ, ৪ নং টার্মিনাল হয়ে কুয়েতি বিমানের যাত্রী এই বাংলাদেশী কাস্টমস কতৃপক্ষকে তার বহনকৃত স্বর্ণ গুলির ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়। আল রাই পত্রিকার বরাত দিয়ে কুয়েত টুডে সুত্রে প্রকাশ, আ” আদ্যক্ষরের বাংলাদেশী নাগরিক স্বর্ণগুলি তার ক্রয়কৃত দাবী করেও কোন প্রমাণ পেশ করতে পারেনি। আটক প্রবাসী বাংলাদেশীকে জিলিব পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে কাস্টমস কতৃপক্ষ। মনে রাখা ভাল, কুয়েত থেকে দেশে যাওয়ার সময় আপনার ক্রয়কৃত প্রতিটি জিনিষের রসিদ সাথে রাখুন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com