কুয়েত চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের জয়
- আপডেটের সময় : ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ৩৫৪ টাইম ভিউ
কুয়েতে ফুটবল চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুন্দরবন স্পোটিং ক্লাবের বিজয়
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র আয়োজনে চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয় গত ৫ (আগস্ট) শুক্রবার সকাল ৫:৪৫ ঘটিকায়।
স্হানীয় রিগ্গা প্লেগ্রাউন্ড উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জালালাবাদ স্পোর্টিং ক্লাব কুয়েত ও সুন্দরবন স্পোর্টিং ক্লাব।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আয়োজক সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক৷
সংগঠনের সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হোসেন মোহাম্মদ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম শাহীন,সংগঠনের অন্যতম সহ-সভাপতি তারেক হাসান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সংগঠনের যুগ্ম সম্পাদক মিথুল রানা,টুর্নামেন্টর মাঠ পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন ,
মাঠ পরিচালনা কমিটির সচিব সালাউদ্দিন,সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,
ও বিভিন্ন ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। উক্ত টুর্ণামেন্ট ১৬টি ক্লাব এর অংশগ্রহণে অনুষ্টিত হয়।
উদ্বোধনী ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় ড্র হয়।
ট্রাইবেকারে সুন্দরবন স্পোর্টিং ক্লাব ৪-২ গোলের ব্যবধানে জালালাবাদ এসোসিয়েশনের ক্লাবকে পরাজিত করে,
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ”সুস্থ প্রবাসী সমৃদ্ধ বাংলাদেশ” এই সংগঠন প্রতিষ্ঠার মধ্যদিয়ে প্রবাসীরা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করে নিজেদের সুস্থ রাখতে পারবেন।