কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদেরও লেবানন ত্যাগের নির্দেশ
- আপডেটের সময় : ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
- / ১৫২৯ টাইম ভিউ
সৌদি আরবের পর লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের চলে আসার নির্দেশ দিয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। খবর আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়, সর্বপ্রথম নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়ে লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাহরাইন। রোববার তাদের নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয় দেশটি।
সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।পদত্যাগের ঘোষণা দিয়ে আল-হারিরি বলেন, আমরা এমন অবস্থায় বাস করছি যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এবং হিজবুল্লাহ অবশ্য মনে করে, সৌদি সরকার জোরপূর্বক তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করেছে।এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে আয়োজিত কোনো আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।সৌদি আরবের পথ অনুসরণ করে এরপর একইরকম অবস্থান নেয় কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।