আপডেট

x


কুয়েতে হেরোইনসহ যেভাবে আটক হল এক বাংলাদেশী

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ | 729 বার

কুয়েতে হেরোইনসহ যেভাবে আটক হল এক বাংলাদেশী

দেশদিগন্ত নিউজ ডেস্ক কুয়েত সিটিঃ হেরোইনসহ এক বাংলাদেশীকে আটক করেছে কুয়েত পুলিশ।

রোববার (৩১ মার্চ) দেশটির ফারওয়ানিয়া সিটি থেকে তাকে আটক করা হয়।



ইংরেজি দৈনিক আরব টাইমাসে প্রকাশিত সংবাদে আরো জানাযায়,আটক বাংলাদেশীর শরীর তল্লাশি করে হেরোইনের ২২ টি শেক্ট উদ্ধার করে টইল পুলিশ।

আল-রাই দৈনিকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে প্রকাশ, ফারওয়ানিয়া সিটিতে এক বাংলাদেশীর গতিবিধি সন্দেহজনক নজরে রাখে নিয়মিত টইলরত পুলিশের একটি টীম।

সুত্রে প্রকাশ, পুলিশ সন্দেহভাজন বাংলাদেশীর নিকট পৌছলে, সে পালানোর চেষ্টা করে তবে পিছন দিক থেকে অন্য পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তির কোন পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল ডিপার্টমেন্টে রাখা হয়েছ।

উল্লেখ্য কুয়েতের আইন অনুসারে মাদক পাচার বা বিক্রির সাজা মৃত্যুদন্ড অথবা ১৪ থেকে ১০ বছরের সাজার বিধান রয়েছে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com