নিজস্ব প্রতিনিধি: গত 03/03/2019 রবিবার কৃষ্ণ কান্ত নাথ কুয়েত আদান হাসপাতালে রাত ১১ ঘটিকার পরলোকগমন করেন , তাহার আত্মার ও পরিবারের প্রতিসমবেদনা জানিয়ে কুয়েতে বাংলাদেশ কমিনিউটি , সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী, জালালবাদ সমাজ কল্যাণ সমিতি ও জালালবাদ স্পোটিং ক্লাবের নেতৃবন্দসহ সামাজিক সংগঠনগুলো ।প্রায় ৩৮ বছর যাবত কুয়েত’র ফাহাহিলে সক আল সাবাহ ব্যাবসা করতেন । মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
এক বছর যাবত তিনির কিডনি ওঅন্যান্য রোগ ভুগছিলেন ।
উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কুয়েত অবস্হানগত বছর প্রবাসী বাংলাদেশের ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com